আজ একটা চক্র ঘুরে এসেছি শহর জুড়ে
ডিপ টিউবলের টানে নিঃশ্বাস গুনেছি শুধু,
আকাশ চাঁদোয়া হওয়ার আগেই ঘরে ফিরেছি
কুকুরছানাদের আরামদায়ক লম্ফ দেখে দেখে।
আর ভেবেছি টাকা হলে একদিন অনাথ আশ্রম বানাবো
যাতে পথ-কুকুরদের জীবন ধাবিত হয় কুকুরত্বের ছায়ায়
নৃশংস মানবতার দোহায় কাটিয়ে
এই ভেবে যে, আমিও তো কুকুর হয়ে
জন্মলাভ করতে পারতাম!
১৯শে নভেম্বর, ২০১৬