কবিতার ভাষা যাতে অহং এর ভাষা না হয় কখনও
কবিতা যেন ক্রোধ না ছড়ায় কখনও।
মাটির উর্বরতার মতো মস্তিষ্কজাত শব্দগুচ্ছই একমাত্র
ছড়াবে আনন্দের গান
অর্থহীন জীবনের
অর্থদানের অপেক্ষায়।
দ্রাক্ষার রসও যখন শুকিয়ে ওঠে কবিতার ব্যাভিচারে
ছড়িয়ে পড়ে অসৌহার্দ
পৃথিবীর সুন্দরতম বনভূমিতে
মানুষে মানুষে এতো বিভেদ!!
শুকনো অরণ্যে আজ শুধু প্রাণীদের স্মৃতিযুক্ত ছাপ
এই দুঃখমালা কে গোছাবে আর কবিতা ছাড়া?
কবিতার ভাষা যাতে অহং এর ভাষা না হয় কখনও
কবিতা যেন ক্রোধ না ছড়ায় কখনও।।
১৭ই নভেম্বর, ২০১৬