আজ কি হল?
মানুষটা জানালা দিয়ে পালালো
পাখির মতো উড়ে উড়ে
বিশ্বভ্রমণও তার ফুরালো।  

আর কি হল?
কয়েদখানার রেলিং ধরে
সে স্বপ্নের মাঝেও পালালো
দুঃখ-দুর্দশাও তার হারালো!



৮ই নভেম্বর, ২০১৬