কাপ পূর্ণ করতে গিয়েই
বসন্ত রূপান্তরিত গুয়ের্নিকায়।
বাতাসে চড়ুই এর অনুপস্থিতি
সূর্যকে আহত করে বার বার...
আমার মতো করে।
ঝাউয়ের বনে সিম্ফনি...
বিরাম চিহ্ন এঁকে বসে যখন জীবন।
আমি আর কি আঁকবো?
রোদ্দুর-জোছনা যখন সবিই হল
তখন হৃদয় খুলে অদেখা অন্ধকার ছাড়া!
৭ই নভেম্বর, ২০১৬