এই শেষ শুধু কাছে আসার
এই শেষ ফুল হাতে ঝরার
তারপর হৃদয় আকাশ হবে
আকাশ হবে সীমা।
রাঙাতে আসিনি আমি
এসেছি কাঁদাতে
তাই তামাশা হয়নি জীবনে
পারিনি হাসাতে।
তুমি চিরদিনের কুয়াশাময়
হে সুখ, যে প্রেম বোঝে না
তুমি সুখ শুধু, তুমিই বোঝো-
আশান্বিত প্রেরণা।
এই শেষ শুধু কাছে আসার
এই শেষ ফুল হাতে ঝরার
তারপর হৃদয় আকাশ হবে
আকাশ হবে সীমা।
১১ই অক্টোবর, ২০১৬