জীবন নদীর পলি হয়ে ভেসে যাবো ভাবছি
আর কিছুকাল যদি বাঁচি।
গাড় থেকে আরও গাড় অন্ধকারের রেলিং ছুঁইয়ে
ছুটে চলছি তো চলছি ..
কোমল সূর্যের দেখা পাবো বলে।
অনিচ্ছাতেও যাকে স্পর্শ করেছি বহুবছর
সেই সূর্যমুখী যেটি বিঁধে একদা বেণীর দোলায়।
সেটার খোঁজে আমার সর্বনদী আজ সুর-আসক্ত
পিয়ানো অথবা গিটার কিচ্ছু নয়, স্রেফ অদৃশ্য সিম্ফনি।
২৬শে অক্টোবর, ২০১৬