আমিতো শুধু প্রেম চেয়েছিলাম
চেয়েছিলাম শুম্যানের সুরে মুগ্ধ হতে!
কেন হঠাৎ এতোটা ফাঁপা হলাম?
তোমাকেও ছুঁড়ে দিলাম শহুরে ডাস্টবিনে!
রেখে এলাম কতো চির সুন্দর স্মৃতি বীথি
সেদিন সবকিছুই পুনরুদ্ধার হল মাথার ভিতর।
বেড়ে ওঠার বয়সের পদচিহ্নে ভাস্বর অলি, গলি
তখনও তোমার বাঁধন হারা কিছু চুলও উড়ছিল বাতাসে।




৮ই অক্টোবর, ২০১৬