শোপাঁ হচ্ছে সত্যমিথ্যার আড়ালে লুকিয়ে থাকা আসল প্রেম
পৃথিবীর যতো গান শুনেছি এযাবৎ কালে,
সবিই ঝরে পড়ে সময় অসময়ে।
কিন্তু, কিন্তু শুধু শোপাঁর সুর আমায় যে কোথায় নিয়ে যাবে?
রেনেসাঁয়, নাকি বারুকে, নাকি তাঁর রোমান্টিক ঠিকানায়?
লুসিয়ানা যেখানে হাত বাড়িয়ে নিয়ে চলে গভীর এক অরণ্যে
জ্যাজের ছিন্ন-বিচ্ছিন্ন সুরগুলি তাৎক্ষণিক তুচ্ছতায় পরিণত হয় শুধু;
শোপাঁ, আমি পারি না তোমার সুর বাজাতে
নাকি অনেক দেরি হয়ে গেছে তোমার ভেলায় ভিড়তে!
৬ই অক্টোবর, ২০১৬
(ফ্রেডেরিক শোপাঁর উদ্দেশ্যে)