আমি তোমাকে জীবন শেখাবো কেন?
হে চির-আবাল চতুর!
তুমি তো চাটো পুরো জগতখানা
তোমার ঐ তুচ্ছ শিশ্ন দিয়ে!
হ্যাঁ বলতেই পারো আমি শিশ্নহীন, পুরুষত্বহীন
তল্পিতল্পা নিয়ে সংসার সাজিয়েছি রিফিউজির মতন।
ভাবো তো এই ছায়াটাকে একবার-
স্রেফ সভ্যতার কাক হয়ে,
বুঝবে হয়তো একদিন, আমিই ছিলাম একজন জীবনমুগ্ধ
নতুন করে অশিক্ষিত হয়ে ওঠা কোটি কোটি মানুষের ভিড়ে!!
২রা অক্টোবর, ২০১৬