এই আমি পাহাড়ে গেলাম ব্যাগভর্তি স্বপ্ন নিয়ে
আরও রেখে এলাম একমন গল্প ফ্রিজের ভিতর।
মনের একশতলায় বৃষ্টির জল উপচে পড়ে -
তুমি তুমি তুমি স্লোগান দিয়ে...।  
আর আমি হয়ে উঠি ফালি ফালি গ্রাফিক্স পেপার -
নাটবোল্টু বিহীন পরিচয়ে!
আকাশসম উদারতা নিয়ে রকেট হয়ে উঠছি তো উঠছি...
আন্ত-মহাদেশীয় ইউরোপীয় চেতনায় কান্দাহারের আকাশের ওপর...
এইভেবে যে চাটগাঁড় আকাশ কবে কেড়ে নিয়েছে সৌদিআরব!




২৫শে সেপ্টেম্বর, ২০১৬