পর্দা সরালেই রোদ ঢোকে
সাথে জীবনযাপন আর অন্ধকার।
খিড়কি খুললেই অর্কেস্ট্রা বাজে
দেবালকের গানে মগ্ন হই প্রতিবার।
আর তুমি ভাবতেই তুমি আসো
প্রজাপতির ডানায় ভর করে।
মৃত্যু বললেই সিমেট্রি জাগে
পানশে জীবনের ইতি ঘটে।  



২৩শে সেপ্টেম্বর, ২০১৬