বাইরে নকল বাতাস
নকল মানুষ
ভেতরটা আবছা
তবে খাঁটি।

খোঁড়াখুঁড়ি করছি
সকালসন্ধ্যা
বিকেল গড়িয়ে
পাই যে সুখ!

সেই সুখ
সুখের কথা
বলি ক্যামনে তোমায়?
এটাই তবে দুখ।



৬ই সেপ্টেম্বর, ২০১৬