বয়স আর তেমন কি হল
এই ছেচল্লিশ পেরিয়ে রেনেসাঁর পথে
হয়তো একদিন শরীর ছড়িয়ে দেবো
জীব্রানের মতন সিডারের ছায়ায়!
হয়তো, হয়তো না
হয়তো আন্মনেই ছুঁয়ে যাবো
মানিকের গড়া বয়স...
জানি, তবুও তুমি ভিরবে না
আমার ছায়ায়...
হাসনাহেনার গন্ধ যেখানে ছড়াতো একদা
সেখানে এখন শুধু উটকো-বয়সের ছন্দ
জানি হারানো প্রেমের গল্প...
বয়সকালের সমাধির সমতুল্য
২৫শে অগাস্ট, ২০১৬