এখানে প্রতিটা পথের স্মৃতি
আমাকে আহত করে
নতুন করে
চূর্ণ করে।
পথে পথে স্মৃতি
স্টেশন থেকে ভার্সিটি
থেতলে আছে আমাদের
সকল ভালোবাসার আশা...।
হঠাৎ বৃষ্টি নামে
বৃষ্টির ঘ্রাণে
কারো ইশারায়
নেমে পড়ি বাস থেকে
পুরনো কোনো ইশারার
কথা ভেবে ভেবে...।



২৩শে আগস্ট, ২০১৬