কেউ জানে!
কেউ জানে না
কেউ জানার ভান করে।

আমি জানি না
জানার জন্য বাঁচি,
তাই বেঁচে রই
আজীবন!


৯ই আগস্ট, ২০১৬