আমি আজীবনের জীবনমুগ্ধ পাখি
ডালে ডালে বাসা বদল করি
স্বপ্ন দেখি
মুগ্ধ হই
বারবার...


আবার ঝরে পড়ি অকালপক্বতায়
সূর্যাস্ত, সূর্যোদয় সবিই আমার
জীবনসমুদ্রে ঘটে যাওয়া কিছু বিষয় মাত্র
যা আমি ভুলে বসি আরামদায়কভাবে...
আসলে আসো
হাত বাড়িয়ে দিলাম
আসো তবে
সকলতত্ত্ব রেখে
আমার সত্য একটাই
তোমাকে জীবন উপভোগ করতে হবেই।



২৭শে জুলাই, ২০১৬