বাতাসের গানে জীবন যাবে
এই সুখ!
এই বাস্তবতা!
পাখিদের ঐকতানের ভিতর
নিজেকে খুঁজে পাওয়া
চিরহরিৎ সময়পর্যটক।
তুমি দিনের আলোর অনাত্মা
আর অন্ধকারের প্রেমাত্মা,
বাতাসের গানে মুগ্ধ কৈশোর
আজ বাতাসের সিম্ফনিতে মুগ্ধ চালশে!
পৈত্রিকপ্যাগোডার-
দারুচিনি দ্বীপের ভিতর ভাবছে সে
আজ না হোক, কাল সে
সময়কে ছুঁয়ে স্বর্গে যাবেই
আলোর গতিতে!
২৩শে জুলাই, ২০১৬
ফটিকছড়ি, চট্টগ্রাম