আমাকে সীমান্তে যেতে হবেই শেষপর্যন্ত
যেখানে পূর্বপরিকল্পিত রেললাইন থেমে যাবে একদিন
হঠাৎ করে
প্রশ্ন করোনা
জানতে চেও না
জ্ঞান দিয়ো না
কোথায় যাবো?
কিভাবে যাবো?
এসবের উত্তর শুধু আমার জন্য
সরল অংকের সমাধান আমাকে করতে দাও
জানতে দাও, জীবননদীর গতিপ্রকৃতি
এখানেই জীবনের সূক্ষ্মতা
এই জানার জন্যেই আমার জন্ম
ওহ, ছায়া দিয়ো না, আকাশ দেখতে দাও।
১৫ই জুলাই, ২০১৬