সময় নাইরে আর সময় নাই
ভালো বলারও সময় নাই
হেঁটে চলারও সময় নাই
ঘরে ফিরে বিশ্রাম নেবো, তারও সময় নাই।
আছে আছে সময় আছে, তবে অফুরন্ত
অন্ধকারে স্বগতোক্তির প্রতিধ্বনি জীবন্ত
আপনধর্মের প্রদীপ জ্বেলে কোমলহৃদয় প্রদীপ্ত
মগজজুড়ে কলম্বাসের জয়জয়কার সুদীপ্ত।
১৪ই জুলাই, ২০১৬