আজও যারা বেঁচে আছো
দিগন্তের সীমানায়
অনুভূতির ঘাস হয়ে ভাবো নিজেকে
জলের উল্লাসে তৃষ্ণামুক্ত হোক তোমাদের স্বপ্ন
এই অনাত্মার ধর্মোপদেশ
এই শেষ।

কোমল জলে তুমি কোমলত্ব লাভ করো
দ্যাখো নীলিমায় ভ্যানগগের ক্যানভাস
আজও জেগে আছে
তুমি দ্যাখো না কেন?
অনুভূতিপূর্ণ হও নতুন করে
নয়তো ফ্লেক্সিলোড করো অনুভূতির সিম-কার্ডে
দেখবে সবই আসবে আবার নতুন করে
স্বপ্ন হয়ে।


১৩ই জুলাই, ২০১৬