মূর্খ আনন্দ পায় মানুষের সমালোচনায়
নিজের সমালোচনায় স্তব্ধ সে
হাত নাড়ে জঙ্গির মতন
মাথা ভর্তি  কেবল যুদ্ধ

মূর্খ লাশের সমালোচনায় বেশী দক্ষ
হিতাহিত শুন্য হাইপথিসিস
চ-বর্গীয় ব্যাভিচারে বিমুগ্ধ সে
খুঁজে দম্ভের অ্যান্টিথিসিস

মূর্খ, মূর্খ তুই সাদা মূর্খ
পঞ্চাশোর্ধ মাংসপিণ্ড কেবল
আটকে গেছে তোর অনুভূতি সকল
মিথ্যে বিশ্বাসের সাদাডিম্ব

গুণ নাইরে তোর কোন গুণ নাই
এই সাদা চামড়াখানা বাদে
কালো হয়ে জন্মালে হয়তো তুই
মানুষ হতেও পারতি
আমি বৃক্ষ হয়ে ভাবছি ......।।



১২ই জুলাই, ২০১৩