মেঝদা,
তুমিও চলে গেলে
আমাদের ফেলে!
যেন জীবন দিয়ে বুঝিয়ে গেলে
ভ্রাতৃত্ব কাকে বলে,
অফুরন্ত সুযোগের পরেও
একটা সুযোগও নিলাম না
হাতিয়ে...।
তোমার ঋণের সিকে ভাগ
পূর্ণ করতে!!

অঝোর বৃষ্টিতে গ্রামের পথে
যখন তোমাকে রেখে এলাম
তখন মনে হল
আমাদের মাঝে
শ্রেষ্ঠ একজন কে
মাটির কাছে রেখে এলাম
হয়তো ভুলেও যাবো তোমাকে
দ্রুত!

মেঝদা,
তুমি আমার কাছে
মানুষের উর্ধ্বে এক স্বত্বা
কথা দিচ্ছি
সারাজীবন গেঁথে রাখবো
তোমার স্নেহ আর মায়াবী কথন
খোলা আকাশের দিব্যি দিয়ে বলছি
যেন তোমার মতন
নিঃস্বার্থ মানুষ হতে পারি।


১১ই জুলাই, ২০১৬