নির্মম বাস্তবতা তোমাকে আহত করে কেন?
তুমি যে খুদে ঘুঘুর ডানা নিয়ে জন্মে ছিলে
তাই গ্রহান্তরের স্বপ্ন মাটি হল এবেলায়
যাক যাক না, শব্দ সুর যেখানে যাওয়ার
হতে পারো তুমি ঝুলন্ত বাদুড় বেসে ছেঁড়া পরন্ত লিফটের অস্তিত্ব!
এটাও কম কিসের?
অন্তত অনাগত জন্মের ছোঁয়া দিয়ে ঝিনুক খোঁজার বেলায়!
বড় অবেলায়!


৮ই জুলাই, ২০১৬