নতুন চাঁদ অথবা নতুন সূর্য
আমার কাছে পৌরাণিক কাহিনীমাত্র।
বাবা আছে, বাবা নেই এটাও প্রশ্নবিদ্ধ
স্মৃতিযুক্ত শহর বহুকালের বৃষ্টিতে সিক্ত
তুমিও গুটিয়ে নিলে আগে ভাগে নিজেকে
এই অভাগাকে বিড়ালের মতো ফেলে রেখে।
নিজ সন্তান, নিজ ঘর, আপন বারান্দা
সবিই ফেলে এলাম সিনেমার মতন
হ্যাঁ, এটা শুধু আমিই পারি, হাজারে এক!
তাই এবার আমাকে ভাসতে শিখতে হবে
জীবনের আকাশের ওপর, আরধ্য হৃদয়ে
প্রস্তান নিলাম জীবনের মায়ার জাল থেকে
একেবারে হৃদয়ে চোখ রাখতে রাখতে
কখন যে হাওয়া হয়ে যাবো, তুমি জানো না।
৭ই জুলাই, ২০১৬