বৃষ্টির অঝোর ধারা, হৃদয় বৃষ্টিহীন অনেকদিন
অপেক্ষারত সাইকেল যুগলও আজ পরিত্যক্ত
ক্যাফেতে কফির আড্ডা কোথায় হারালো?
অথবা চোখে চোখ রেখে বিয়ার হাতের দিনগুলি
ডায়রিতে উৎসারিত শব্দ, শুধু তোমার উৎসাহে,
তোমার উৎসাহে কতবার ঘুটঘুটে রাতকে
জোছনা ভেবে উপভোগ করেছি
আজ তুমিও বৃষ্টির সাথে মিশে গেলে
উপবনের ছায়াতলে, যেখানে রিমঝিম নেই
অথচ শহরে সারারাত বৃষ্টি
ফিরে এসো না প্রিয়তমা
এই মৌসুমি হাওয়ায়!
৫ই জুলাই, ২০১৬