চারিদিকে লোমশ ডালপালা
আলো আসে রন্ধ্রে রন্ধ্রে
বটের মূলে সাতরঙা বন্যঝোপ
কেউ দেখে, কেউ দেখে না।
আমি দেখি, তবে বৃক্ষ হয়ে
আমিত্ব কেন হারায় না আমার?
না হয় মিশে যেতাম ছায়া তলে!
যেখানে ব্যস্ততা নেচে বেড়ায় না
পিঁপড়েদের রেড-আর্মি ঘুরে বেড়ায়
হবো, হবো, একদিন সব ছেড়ে
আবার জন্ম নেবো শুধু ঘাস হয়ে
অন্তত নিঃস্বার্থ জীবনের নেশায়
কাটবে মুহূর্ত অন্তত!


৫ই জুলাই, ২০১৬