আমি পরীক্ষাগারে ভালোবাসা শব্দটাকে
রঙ চড়িয়ে, টুকরো করে জানতে চেয়েছিলাম
সেটা কি আসল না নকল?
তাই নিঃস্ব হয়েছি, সহজ সূর্যের আলোয়
তোমার পূর্ণতা, সহজতা যাই বল-
আমি ব্যর্থ হয়েছিলাম অনুধাবনে
কারণ নিঃশব্দে ছুরি চালানো হয়েছিলো
আমার আবেগে, যাতে তার অণু-পরমাণু
ছিটকে পড়ে আতশি কাঁচের মতন
বলতে গেলে আমি অন্ধ হয়েছি
এইসব বৈজ্ঞানিক আলাপচারিতায়
আমার চর্ম চক্ষু আহত হল
অন্ধ হল, বোবা হল কখন
আমি বুঝিনি ঘূর্ণাক্ষরে
অথচ তুমি বুঝেছিলে আকাশের মতন
এসিড বৃষ্টির সম্ভাবনায়
আজ আমি নিঃস্ব যান্ত্রিক দুঃখী
অনুভূতির নবজাগরণে হারিয়ে গেছে দ্রুত
ডাইনোসরীয় আদিভৌতিক উদ্গত ডানা
তুমি কি পারো না আমাকে
পৃথিবী হয়ে আবার বাঁচাতে!
১লা জুলাই, ২০১৬