আমি জানি আমার জীবন কেন সুন্দর
মানুষ জানতে চায় আমি কি করি?
আমি তাদের সত্যটাই বলি
তারা আরও জানতে চায়?
আমি আর কি কি করি?
আমি তাদের বলি
এটা শুধু আমার মন
আমি শুধু মনের আনন্দেই বাঁচি!
এক বুদ্ধিজীবী যে শুধু নিজেকেই জ্ঞানী ভাবে
সে আমার শুধু খুঁত ধরে
সে আমাকে পাল্টা প্রশ্ন করে
তুমি এতো নরম কেন?
আমি তাকে বলি এটা আমার মনের বহিঃপ্রকাশ মাত্র
কারণ আমি মনের মাটি দিয়েই তৈরি
তাই এতো মিহি!
একজন চতুর শশ্রুধারী আমাকে ধর্মোপদেশ দিয়ে ছাড়ে
আর আমাকে বলে ধর্মচর্চা মানুষকে প্রশান্ত করে
আমি তাকে বলি,
আমি শুধু মনের পবিত্রতার অনুরাগী
কারণ এই মন দিয়েই আমি সব কিছু দেখি, শুনি
তাই আমি জানি আমার জীবন কেন এতো সুন্দর!
২৯শে, জুন ২০১৬