আমার সাথে দুঃখের একটা সম্পর্ক আছে জেনেও
আমি পা বাড়িয়ে ছিলাম পৃথিবীর পথে
সেই সম্পর্ক লুকোতে গিয়েই, আজ আমি নিঃস্ব হলাম
ভুল ব্যাখ্যায় নিক্ষপ্ত হলাম তোমাদের কাছে।
আমার সাথে দুঃখের একটা সম্পর্ক আছে জেনেও
আমি পা সরিয়েছি আত্মহনন থেকে
কারণ আমি আন্মনে আবিষ্কার করেছি সত্যকে
নম নম সর্বপূজ্য এই জলীয় মস্তিষ্ককে!
আমার সাথে দুঃখের একটা সম্পর্ক আছে জেনেও
আমি জয় করেছি দুঃখকে কোমল ভাবে
যে জলে আমি বাঁচি, সেই জলীয় মগজে চোখ রেখে
আমি ভুলে বসি, গিলে বসি দুঃখ দেবীকে!!
আমি জল হয়ে অনিত্য হই
আবার অনিত্য ভেঙে অনাত্মা হই
এইতো জীবনের রীতি
দুঃখ ভোলার রীতি!
২৮শে জুন, ২০১৬