এক তরুণী আমাকে প্রশ্ন করে,
মিউজিক শেখার সহজ উপায় কি?
আমি সুত্র ধরে বলতে লাগলাম-
“মিউজিক শেখা মানে দর্শন শেখা
মিউজিক শেখা মানে জীবন শেখা”
সে তার আঁকা ঠোঁটে হাসতে থাকে
আর আমি ফিরি জানালার ওপাশে
যেখানে নৈসর্গিক দৃশ্য ভেসে বেড়ায়।
মাথার ভিতর সুর খেলে যায়
আহ, পিয়ানোটা কাছে থাকলে
এখনিই তার শরীর আঁকতাম!


২৭শে জুন, ২০১৬