সীমানার অন্তরালে বিচক্ষণ
কায়ার মাঝে জলপ্রপাতে
বিমুগ্ধ যে জন।
সন্ন্যাসী হওয়া, না হওয়া
তবুও অমূল্য সাধু
শহুরে আপনজন।


২৪শে জুন, ২০১৬