আমি দুঃখহীন
…………………
উদ্দেশ্যহীন
…. প্রপঞ্চে মুগ্ধ নই
আবার নির্মেঘে প্রপঞ্চ সাজাই।
দুঃখ নেই, দুঃখ নেই
কারণ এই আমি
আরামদায়ক ভাবে জ্ঞানী!
অথবা খোলা চোখে
নিদারুণ মূর্খ!!
আমিই আমার
…… চলার সাথী
আমি সুখ সৃষ্টি করতে জানি
চলমান উইন্ডমিলের ভেতর…….
দেহঘড়ির অবস্থানে আমি তীক্ষ্ণ
আমার বলিরেখা তুমি দেখো না
কারণ আমার প্রপঞ্চ কুয়াসাছন্ন!
আমি দেশলাইয়ে আসক্ত……
প্রয়োজনে জ্বালিয়ে দিই...
বিনষ্ট করি ১০নং সিগন্যালের প্রপঞ্চ
শিথিল করি ভীরুতার ভেতর
তারপর আবার সাহসী
আক্ষরিক অর্থে পানি।।



১৮ই জুন, ২০১৬