প্রজন্মের বিকারগ্রস্থতা, নাকি ক্ষণিকের উন্মাদনায়
রবাহুত পাগলাহাওয়ার বিচরণে লণ্ডভণ্ড এ-জীবন
আমি জানি না।
জানি শুধু, জীবন থেমে গেছে শূন্যতার শুকনো পথে
কুহেলিকার অস্পষ্ট উদ্ভাস আজ রূপান্তরিত কালো
ব্ল্যাকবোর্ডে।
তাই আমি পারি না-
তোমাকে ছাড়া হাঁটতে গাড় অন্ধকার গলিতে, তারপরও
সেখানে মানুষের হাতপা গজায়, মরণনেশার অন্তরালে
চর্মচক্ষু ঝুঁকে টর্চলাইটের মতন।
আমি, আমি অথবা আমিত্বহীন আর্তনাদেও হারাবো না
নতুন বিকারগ্রস্থতায়, লাল রেশমিশাড়ির ইতিহাসে বাস্তবে
না হলেও স্বপ্নে তোমাকে চাই
হে নারী!



১৬ই জুন, ২০১৬