দুঃখ করো না পৃথিবী
এই স্বপ্নিল জগতে
আমরা সবাই পপিফুল
তাতেই সন্তুষ্টি।
আকাশে চিল উড়বে চিরজীবন
নয়তো বৈরিতার মিগ উনত্রিশ
আমরা হারালেও দুঃখ নেই
নতুনদের চক্র রাঙাবে এ-জীবন।
আমরা মাটিতে মিশবো
কিংবা জ্বলে-পুড়ে ছায় হবো
দুঃখ নেই, দুঃখ নেই
নিদেনপক্ষে ঘাস হয়ে গজাবো।।
১৬ই জুন, ২০১৬