কতো সহস্রবার তুমি জন্মলাভ করেছো
এই জীবনে? একবার ভেবে দেখেছো?
আর প্রতিবার পরিবর্তিত হওয়ার পরে
কতো বার তুমি জীবনকে দেখেছো,
ভেবেছ নতুন করে! দুঃখ করো কেন
আবার নতুন করে! বন্ধ কর ঝট করে
অনুশোচনার অন্ধকার জানালা, মুছে
ফেলো তাদের মনের ব্ল্যাকবোর্ডে।
তুমি তো শুধুই নববসন্তের প্রজাপ্রতিমাত্র
ঘুরবে, বেড়াবে তরতাজা প্রাণ হয়ে।
এই ব্যস!



১৪ই জুন, ২০১৬