তুই তারা দেখিস, কিন্তু নয়ন দেখলি না
তুই তবে স্রেফ মানুষ
প্রেমিক হলি না।

চামড়া খুঁজিস, রঙের রাজ্যে, তন্ন তন্ন করে
সর্প দেখেও হিসেব বুঝলি না
তবে রে তুই, প্রেমিক হলি না।

মানুষের দুঃখ বুঝিস শুধু, কুকুর চিনলি না
লেজের নাচন দেখেও অনুভূতিহীন
তবে তুই অন্তঃসারশূন্য কেবল
মানুষ হলি না।।


১১ই জুন, ২০১৬