আবার সমুদ্র দেখতে যাবো
এবার সমুদ্রের হৃদয় হাতে, শূন্য দেহে
আকাশী পায়রাদের ঝাঁক দেখে
আবার বিস্মিত হবো, আমি জানি।
আমি জানি, দূরের কেউ কেউ মৃদু হাসছে,
সেই হাসি দূরে মিলিয়ে যেতেই
আমি তোমার কথা ভাববো,
আমি তোমার কথা ভাববোই, কারণ
তুমি ছাড়া আমার এই জীবনে
কোন আকাশ ছিল না, যা ছিল
তা হল সত্যমিথ্যার আড়ালে
উদ্ভাসিত কিছু রূপ, সূর্য যখন
অস্তাচলে তখনও আমি লাল
আকাশে মুখ তুলে পৃথিবীর
শ্রেষ্ঠ কবিতা আবৃত্তি করবো।
তারপর, নিভু নিভু আলোর
চায়ের দোকানির গল্প শুনবো,
তাদের মনের বড়োলোকদের গল্প,
তাদের মুখে পয়গম্বরদের গল্প।
আজ অম্লস্বাদের এই জীবনে
কতো রঙিন ঘুড়ি উড়ে বেড়ায় আকাশে
আজ আমি রাঙিয়ে নিবো সেই ফ্যাকাসে
উড়ন্ত বস্তুটিকে। এই ফ্যাকাসে সততা
আমার বড়ই প্রিয়, প্রিয়তমা,
যখন হাজারো রহস্য ঘুরে বেড়ায়
এই ফ্যাকাসে রঙের উচ্ছলতায়!
৭ই জুন, ২০১৬