ফার্মগেইটের মোড়ে
একটা বৃক্ষ আছে
পাখি ডাকে ভোরে
গাড়ীর হর্ন বাজে।
ফার্মগেইটের মোড়ে
একটা প্রেম আছে
ছায়া আছে জেগে আজও
নিষ্ফল বৃন্দাবনে।
পাখি ডাকে ভোরে
উল্টো প্রেমিক হাঁটে
ভীরের অন্তরালে
গাছের ডালে ডালে।
ডালপুরি, সমুচা
ভুঁড়িভোজ আরও কতকি
ফার্মগেইটের মোড়ে
দ্বিভাষিক স্বপ্ন চলে।
ফার্মগেইটের মোড়ে
বিশ্বাস-অবিশ্বাস
মামদোভূত পেত্নী
এক হয়ে চলে।
৫ই জুন, ২০১৬