রঙ পালটিয়ে যে প্রজাপতি
ঘুরে বেড়ায় পৃথিবীর বুকে
তার সাথে আমার পার্থক্য কোথায়?
কেউ যেন ভাবে কবি হয়ে।
কবি থেকে কবিতা তারপর আবার মানুষ
এই যদি হয় মনুষ্যত্বের সম্ভাবনা
দুঃখ নেই, দুঃখ নেই
চলুক তবে জীবন আরও বহুদূরে।
দূরের দুঃখ, তোমার দুঃখ, বাবার দুঃখ
সব দুঃখকে যদি নিজের মতো করে শিখি
তাহলে কবি হওয়ার সম্ভাবনা উৎরিয়ে গেলো
এই বুঝি!
২৯শে মে, ২০১৬