মৃত্যুকে তুমি ভয় পাও?
যদি বলি না, তাহলে ভুল হবে।
কারণ যতবার মনে হয়েছে, আমি আশংকার মুখোমুখি
ততো বার আমি বাঁচতে চেয়েছি ইঁদুরের মতন।
কিংবা যতো বার তামাকের নেশার পর মনে হচ্ছিলো
কুপোকাত হবো!!
ততো বার আমি অনিচ্ছা সত্ত্বেও নীলছবি চালিয়েছি
সুস্থতার নেশায়।
এভাবে হয়তো আমি আপাতত বেঁচে গেলাম
মৃত্যু থেকে
কিন্তু একদিন তো ঠিকই মুখোমুখি হব
মৃত্যুদেবতার সম্মুখে!
তখন এই হতভাগা “আমি” কি করবো??
হ্যাঁ, আমি সোজাশাপটা ধ্যানে মনোযোগ দিব
এটা নিশ্চিত।
২৭শে মে, ২০১৬