নিরবধি আর কতো নিবি
ডিঙ্গি, নদী, কাল
তাই স্বর্গ খুঁজে নিলাম
পেলামই যথার্থ।
তুই যা বলিস
আমি কিন্তু আঠার মতন
লেপটে আছি স্বর্গসহ!
শুনবি সূত্রটা, ডানাবিহীন পরী-
প্রথমে কোমল হবি
তারপর ছড়িয়ে পড়বি মনের রাজ্যে
যুদ্ধ জয়, স্বর্গ জয়
সবিই জুটলো একসাথে
বুঝলি!
২৬শে মে, ২০১৬