সকল শিশুর ভবিষ্যৎ আর কোমল সবুজ ঘাসের ভবিষ্যৎ
তোমার হাতেই
অথচ তুমি তাদের শিশু বলতে অনভ্যস্ত
শিশু বলতে কি শুধু হাতপা ওয়ালা কিছু একটা বোঝায়!  
ধীরে ধীরে যে মিথ্যা বলতে শেখে
ঘুমোতে শেখে বিড়ালের মতন
বিস্মিত হয় গরমরুটির নক্সা দেখে
কবিতা পড়তে শেখে রোমাঞ্চকতার ভিতর
হাতপা নিশপিশ করে কেবল
তখন মনে রাখতে হবে
খ্যাতির নেশা যেন পেয়ে না বসে তাকে
বরং কবিতার রাজ্যে একাবিদ্ধ হও কবিত্বে
প্রয়োজনে সন্ন্যাসী হও উন্মাদ!




২৫শে মে, ২০১৬