আমি কাঁচা হাতে তোমাকে ছুঁয়েছিলাম
সংস্কারের কাদা লুকিয়ে ছিল নিশ্চিত জেনেও,  
আজ অলংকারবিহীন দিগন্তজুড়ে গজিয়ে উঠছে যে জীবন
যার বৃষ্টিতে ভিজে পবিত্র থেকে আরও পবিত্রতর হয়ে উঠে স্বাদহীনতা
সেও তোমার ইশারায়!
অথচ তুমিহীন গ্রহে তারার মেলা খুলে অপেক্ষারত নীলাকাশ
এক অশরীরী নারীর বর্ণনাতীত কল্পনায়
তাই আমি না হয় নারী হলাম আরেকবার
ট্র্যাজেডি থেকে কমেডি দেখার অপেক্ষায়!



২২শে মে, ২০১৬