মৃত্যু আর ঘটবে না তোমার
মরুভূমির বালিরাশির মতন উড়ে বেড়াবে
ছায়ার প্রয়োজনীয়তাও ফুরিয়েছে তোমার, হে ধূলিকণা!
নদীর কোমলহৃদয়ে প্রবিষ্ট হও চিরতরে
অথবা বুকে জড়ানো মহাসাগরীয় গভীরতর জলরাশির স্পন্দে
এই চলতে থাকা চলচিত্রের দৈর্ঘ্য বাড়তে থাকে শুধু
পলিমাটির পরশে, বরফশীতল প্রাণীর পরশে!
১৯সে মে, ২০১৬