আমি এখানে কবি হতে আসিনি
বরং শব্দ দিয়ে নিজ অস্তিত্বের সম্পূর্ণতা চেয়েছি মাত্র।
আমি এখানে শ্রেষ্ঠত্ব দেখাতে আসিনি
সকল অস্তিত্বের পরমাণুরচাকে অনাত্মা হতে চেয়েছি।
আমি পৌরুষত্য দেখাতে উদগ্রীব নই
জানো তো আমার পৌরুষত্য বলতে কিচ্ছু নেই!!
আমি এখানে বিদ্যা ঝাড়তে আসিনি
কারণ যে জানে না, সেই একমাত্র এই কাজে পটুত্ব লাভ করে।
আমি কারো দোষ ধরতে আসিনি
নিজেকে শুধরানোর জন্য প্রয়োজনে যুগে যুগে আসবো-
মনে রেখো!
১২ই মে, ২০১৬