আমাকে আমার মতো করে মরতে দাও
মৃত্যু নামের শিল্প হতে আমাকে বঞ্চিত করো না।  
আমাকে স্রেফ নিছক শস্যদানা হয়ে কবরে ঢুকতে দাও
যাতে আমি আবার বৃক্ষের মতন রাঙিয়ে দিতে পারি পৃথিবী।
হয়তো তুমি হাসতে পারো এই কথা শুনে, কিন্তু একবার-
ভেবে দেখেছো কিভাবে অনস্তিত্ব অস্তিত্বের জন্ম দেয়!?


৪ঠা মে, ২০১৬