এবার সকল খেলা খেলার শেষে বাড়ী ফেরার পালা
পুরো দেহে উল্কি এঁকে মানুষ হবার পালা

এবার ঘুনেধরা বইয়ের পাতায় আতশিকাঁচের খেলা
শুকনো কথার রন্ধ্রে রন্ধ্রে অজানাকে খুঁজে ফেরা

এবার শান্ত হওয়ার পালা বন্ধু, ক্লান্তি মোছার পালা
মনের রাজ্যের রাজা সেজে আপনরাজ্যে ফেরা।



২রা মে, ২০১৬