হেঁটে চলা পথে হঠাৎ এতো দুঃখ আসবে
কে জানতো, হে হারানো বিকেল!
কোমল পায়ে চলতে চলতে হঠাৎ পতন ঘটলো ছন্দের
যেন ভুমি সরে গেলো চোখের সামনেই!
তুমিও হারালে কেন নিজেকে??
সেটাই হয়ে রইলো তোমার আজন্মপাপ,
না হারালে জীবন আজ বয়ে যেতো জলের ধারায়,
নির্দ্বিধায়!!
আর তুমিও হতে পারতে জীবনের রাজপুত্র;
সে বলে চলে, আমিও শুনি... মনে হল
সেই বিকেল তো গড়িয়ে গেলো কবে
সম্ভবত এখন তার পরের পরের কয়েকহাজার বিকেল
কেটে গেছে ঘোলাটে-অস্থিরতার-সৌন্দর্যে
আকাশীমেঘ যেন ভাসিয়ে আনে ভাষা
“এখন সময় হয়েছে খোকা”
সে আমার বুড়োমাথায় হাতবুলিয়ে গেলো
আমি দেখছি, আমার পিতা হেঁটে চলছে অনাদিকালের পথে।
২৯শে এপ্রিল, ২০১৬