এই দেহকে উড়িয়ে দিলাম জীবন থাকতেই
মুক্তি পেতে নৈবেদ্য দিলেম হে তুচ্ছ রঙেরগুচ্ছ।
জানি মৃত্যুবীণে মুক্তি অসম্ভব!
তবেই তো আবার মন্দির হবো, স্রেফ দেহ নয়
ব্যাখ্যা চেয়ো না হে আদিবন্ধুরা এতো কথার
যারা কথার মাঝে কথা গিলতেও প্রাগম্বর।
কথার মালায় জীবন সাজাবো বলেই তো
ফিরে এলাম আবার প্রাকৃতিক উচ্ছলতায়
স্রেফ কামনা-আশাহীন দিগম্বর!
আলোঝলমলে রাত আর নিস্তব্ধতার দুপুর
আমার এই খুদে চিরকুটের নিবন্ধিতপথে
সবকিছুই কোমল আবার সবই সম্ভব।
২৮শে এপ্রিল, ২০১৬