পবিত্রমনের জাল দিয়ে একশতলা বুনলাম
তবুও আমাকে দেখার ভ্রান্তিরবেড়াজাল থেকে
তোমাকে নিবৃত্ত করা গেল না।
প্রশ্ন জাগে, তবে কি আমার অস্তিত্বটা
শুধু কি এই মরা চামড়ার ভিতর?
তুমি শোন বা না শোন, এটাও একটা বড় আকারের বিস্ফোরিত প্রশ্ন!
জানি ইতিহাস যখন ঝুলে পড়ে অতীতের দুঃখময় দেয়ালচিত্রে
তখন যুক্তিরট্রেনও থমকে দাঁড়ায় আলাভোলা চারিত্রিকসার্টিফিকেটের ভিতর!!



২৭শে এপ্রিল, ২০১৬